টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট বস্ত্র শিক্ষার একটি সরকারি প্রতিষ্ঠান। এটি বস্ত্র ও পাট মন্ত্রণালয় আওতাধীন বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান। এখানে বস্ত্র শিক্ষার এসএসসি (ভোকেশনাল) কার্যক্রম পরিচালিত হয়। জেএসসি/ জেডিসি পাশের সনদ দিয়ে নবম শ্রেণিতে ভর্তি নেয়া হয়। দুই বছর অধ্যয়ন শেষে পরীক্ষায় উত্তীর্ণদেরকে কারিগরি বোর্ড হতে এসএসসি (ভোক:) পাশের সনদ দেয়া হয় যা এসএসসি (বিজ্ঞান) সমমানের। উত্তীর্ণ শিক্ষার্থীদের টেক্সটাইল ডিপ্লোমা ভর্তিতে ৩০% কোটা সংরক্ষিত আছে। এছাড়া অন্যান্য ডিপ্লোমা প্রোগ্রামেও আসন সংরক্ষিত থাকে। আমাদের চারটি ট্রেড আছেঃ ১) ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং ২) অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিকস (ড্রেস মেকিং) ৩) উইভিং ৪) নিটিং। হাতে কলমে শিক্ষা প্রদান করে দক্ষ বস্ত্র কারিগর গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ। সাথে আছে মাসিক ৩০০ টাকা বৃত্তির সুবিধা। নবম ও দশম শ্রেণিতে দুই বারে বোর্ড সমাপনী পরীক্ষা হওয়ায় অধিকতর ভালো ফলাফলের সুযোগ। নবম ও দশম সমাপণী পরীক্ষার পর বাস্তব প্রশিক্ষণে সুযোগ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস